বেনাপোলে রেলওয়ের গণশুনানি: যাত্রীসেবা, বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নের দাবি
ঢাকা-বেনাপোল রুটে নতুন ট্রেন চালুর দাবি; পণ্য খালাসে ভোগান্তি নিরসনে ব্যবসায়ীদের আল্টিমেটাম
বেনাপোলে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনের ইমিগ্রেশন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই শুনানিতে প্রধান অতিথি ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরীফ। সভাপতিত্ব করেন স্টেশন মাস্টার আয়নাল হাসান।
গণশুনানিতে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধুসহ নেতৃবৃন্দ ঢাকা-বেনাপোল রুটে প্রতিদিন দুটি ট্রেন চালানোর দাবি জানান। এছাড়াও আমদানিকৃত পণ্য বেনাপোল স্টেশনে খালাস না করে দূরের স্টেশনে পাঠানোয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বেনাপোল স্টেশনকে আইসিটি স্টেশন হিসেবে ঘোষণা, আধুনিক ভবন নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মোঃ ময়েন উদ্দীন সরদার ও ডিটিও হাসিনা আক্তার সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব দাবি দ্রুত পর্যালোচনার আশ্বাস দেন।
ব্যবসায়ীরা জানান, সঠিক রেল সংযোগ ও অবকাঠামো উন্নয়ন হলে দেশের রাজস্ব আদায়ে বেনাপোল বন্দর আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।