গানম্যানের প্রস্তাব ফিরিয়ে দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
‘জনগণ অনিরাপদ থাকলে নিজের জন্য গানম্যান নেওয়াকে সঠিক মনে করছি না’—সোশ্যাল মিডিয়ায় ঘোষণা
ব্যক্তিগত নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গানম্যান দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান এবং দেশের আপামর মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।
সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের জন্য নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাদিক কায়েম জানান, সরকারের পক্ষ থেকে তাকে এই বিষয়ে অবহিত করা হলেও তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করে সাদিক কায়েম লেখেন:
“দেশের ছাত্র-জনতা যখন এখনও অনিরাপদ অবস্থায় রয়েছে, তখন কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে আমি সমীচীন মনে করছি না। ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণই ছিল আমাদের লক্ষ্য। কিন্তু একদিকে শীর্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, ওসমান হাদিদের মতো বিপ্লবীরা শহীদ হবেন—অন্যদিকে আমরা ব্যক্তিগত গানম্যান নিয়ে চলব, এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া আমার জন্য কঠিন।”
ডাকসু ভিপি আরও বলেন, হাসিনা পতনের পর জনগণের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখবে। কিন্তু বর্তমানে বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির মদদে জননিরাপত্তা বারবার বিঘ্নিত হচ্ছে। তিনি মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে পারলে নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগের সৃষ্টি হতো না।
সাদিক কায়েমের এই বক্তব্য রাজনৈতিক ও ছাত্র অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি তার পোস্টে স্পষ্ট করেছেন যে, নিরাপত্তা কেবল নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য সীমাবদ্ধ না রেখে পুরো দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করাই এখন সময়ের প্রধান দাবি। দেশের মানুষের ভোটাধিকার ও সার্বিক মুক্তির লড়াইয়ে তিনি অবিচল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।