টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ প্রাণহানি
নিহতদের মধ্যে নবম শ্রেণির দুই বন্ধু; উপজেলা জুড়ে শোকের ছায়া
টাঙ্গাইলের সখীপুরে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নবম শ্রেণির দুই ছাত্রসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালমেঘা-নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে।
নিহতরা হলেন—কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবির (১৫), কালিদাস বল্লা চালা গ্রামের মইনদ্দিনের ছেলে লিখন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়া এলাকার রউফ মিয়ার ছেলে সাব্বির (২০)। এদের মধ্যে আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার অভিযান:
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কালমেঘা থেকে নলুয়া অভিমুখে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে আরোহীসহ পাঁচজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে লিখনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে, সাব্বির নামের অপর তরুণ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার প্রায় আধা ঘণ্টা পর শেষ নিশ্বাস ত্যাগ করেন। একই ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহগুলোর প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে। একইসাথে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে।