শিলিগুড়িতে বাংলাদেশি ভিসা সেন্টারে ভাঙচুর ও বিক্ষোভ; সেবা কার্যক্রম স্থগিত
ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ; হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল সেবক রোড
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের মৃত্যুর প্রতিবাদে সোমবার (২২ ডিসেম্বর) দিনভর শিলিগুড়ির সেবক রোড এলাকা উত্তাল ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার সন্ধ্যায় আগরতলার সহকারী হাইকমিশন শিলিগুড়ি কেন্দ্রের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত রবিবার রাত থেকেই সেবক রোডের ভিসা আবেদন কেন্দ্রের সামনে উত্তেজনা দানা বাঁধতে শুরু করে। বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রের সামনে এসে সাইনবোর্ড ভেঙে ফেলে এবং ফ্লেক্স ছিঁড়ে ফেলে। সোমবার সকালে বাঘাযতীন পার্ক এলাকা থেকে বিশাল এক প্রতিবাদ মিছিল পুনরায় কেন্দ্রটি ঘেরাও করে।
উগ্র পন্থায় প্রতিবাদ ও কুশপুত্তলিকা দাহ:
বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা একটি গাছে ঝুলিয়ে দাহ করে। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিকিৎসাসহ সব ধরনের ভিসা পরিষেবা বন্ধ রাখতে হবে। বিশ্ব হিন্দু পরিষদের নেতারা কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভের জেরে শিলিগুড়ির প্রধান সড়ক হিলকার্ট রোড ও সেবক রোডে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পুলিশ লাঠিচার্জের হুমকি দিয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও গোটা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
শিলিগুড়ি পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিসা আবেদন কেন্দ্রের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের রেশ কাটতে না কাটতেই শিলিগুড়িতে এই সেবা স্থগিত হওয়ায় দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলো।