প্রতিবেশী বদলানো যায় না, ভারতের সঙ্গে উত্তেজনা কমানো প্রয়োজন: রুশ রাষ্ট্রদূত
বাংলাদেশের নির্বাচন নিয়ে ইতিবাচক অবস্থানে মস্কো; আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে পর্যবেক্ষক পাঠাবে রাশিয়া
ঢাকা ও দিল্লির মধ্যকার বিদ্যমান রাজনৈতিক উত্তেজনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হওয়া পুরো দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তিনি মনে করেন, বাংলাদেশের উচিত ভারতের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত করা।
সোমবার (২২ ডিসেম্বর) গুলশানে অবস্থিত রুশ দূতাবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত খোজিন এসব কথা বলেন। তিনি ১৯৭১ সালের ঐতিহাসক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, “ইতিহাস আমাদের বলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় ভারত ও রাশিয়ার ভূমিকা ছিল অত্যন্ত নিবিড়। আমরা তখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। বর্তমান পরিস্থিতিতেও আমরা চাই যেকোনো উত্তেজনা যত দ্রুত সম্ভব নিরসন হোক।”
প্রতিবেশী ও ভূ-রাজনৈতিক বাস্তবতা:
ইউক্রেন সংকটের উদাহরণ টেনে রুশ রাষ্ট্রদূত বলেন, “আমরা চাইলেই আমাদের প্রতিবেশী বদলাতে পারি না। ইউক্রেন নিয়ে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। তাই এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য লক্ষ্য করেছি এবং তার ভারসাম্যপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানাই।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলেকজান্ডার খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশে একটি অহিংস, চরমপন্থামুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চায়। দেশে চলমান সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দেশীয় উত্তেজনা কমানো অপরিহার্য।
নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাষ্ট্রদূত স্পষ্ট করেন যে, বাংলাদেশ নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলে রাশিয়া ইতিবাচক সাড়া দেবে। আমন্ত্রণ এলে মস্কো থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও স্টেট দুমার প্রতিনিধিদের সমন্বয়ে পর্যবেক্ষক দল পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে রাশিয়া আনুষ্ঠানিক সেই আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।