ধনবাড়ীর কেন্দুয়া বাজারে রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস শাখার শুভ উদ্বোধন
ঢাকা হজ্ব গ্রুপ ট্রাভেলস-এর নতুন শাখা; হজ্ব, ওমরাহ ও ভিসা প্রসেসিং সেবায় নতুন দিগন্ত; দোয়া ও মিষ্টি বিতরণের মাধ্যমে যাত্রা শুরু
টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার কেন্দুয়া বাজারে রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস (ঢাকা হজ্ব গ্রুপ ট্রাভেলস)-এর নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বীততারা ইউনিয়নের কেন্দুয়া বাজার মেইন রোডে এই শাখার কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমত ট্যুরস্ এন্ড ট্রাভেলস-এর স্বত্বাধিকারী মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সদস্য আশরাফ হোসেন বি.এস.সি এবং বীততারা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হাই ফটিক। প্রতিষ্ঠানটি পরিচালনায় থাকবেন জাহিদুল ইসলাম জনি।
বক্তারা বলেন, এই এজেন্সি ভ্রমণকারীদের জন্য বিমান টিকিট, হজ্ব, ওমরাহ, ভিসা প্রসেসিং এবং দেশ-বিদেশের ট্যুর প্যাকেজ সহ যাবতীয় সেবা সততার সাথে প্রদান করবে।
দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। স্থানীয়রা আশা করছেন, এই শাখার মাধ্যমে এলাকার মানুষ সহজে বিশ্বস্ত হজ্ব ও ওমরাহ সেবা গ্রহণ করতে পারবেন।