খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা
রামরায়পুর কৃষ্ণ মন্দিরে বিশেষ প্রার্থনা সভা; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের রামরায়পুর কৃষ্ণ মন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক রঘুনাথ দাস।
প্রধান অতিথি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি সব ধর্ম-বর্ণের মানুষের আশা-ভরসার নাম। আজ সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা তাঁর জন্য প্রার্থনা করছেন, এটিই প্রমাণ করে তিনি জনমানুষের নেত্রী।”
অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। প্রার্থনায় দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।