এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
ওসমান হাদির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খুলনা বিভাগীয় প্রধানের ওপর হামলা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও একই কায়দায় হামলার শিকার হলেন আরেক রাজনৈতিক নেতা। এবার খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মজিদ সরণি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার বিষয়টি প্রথম নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
শারীরিক অবস্থা ও প্রাথমিক চিকিৎসা:
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মোতালেব শিকদারের মাথার বাম পাশে বিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নেওয়ার সময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে চিকিৎসকরা তার সিটি স্ক্যানসহ জরুরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর মোতালেব শিকদারের পকেটে থাকা ভিজিটিং কার্ডের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি খুলনা বিভাগীয় জাতীয় শ্রম শক্তির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এনসিপির কেন্দ্রীয় নেতারাও বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মজিদ সরণি এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।