হিমেল হাওয়ায় নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বাড়ছে ভোগান্তি
পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত; কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন; জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস
পৌষের শুরুতেই নওগাঁয় হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের দাপট বেড়েছে। শনিবার থেকে সূর্যের দেখা না মেলায় ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিনের হিমেল হাওয়ায় শীতের অনুভূতি বহুগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভ্যানচালক জয়নাল আবেদীন বলেন, “দুইদিন ধরে হাত-পা কাঁপানো শীত। হ্যান্ডেল ধরা যায় না। পেটের দায়ে ঠান্ডাতেও বাইরে বের হতে হচ্ছে কিন্তু লোকজনের দেখা নেই।”
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, সূর্য না ওঠায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা একই অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে।