ওসমান হাদির স্মরণে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের নীরবতা পালন ও দোয়া
রাষ্ট্র ঘোষিত শোক দিবসে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের রুহের মাগফেরাত কামনা; সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত
সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহরের বটতলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্র ঘোষিত শোক দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মো. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জোবায়ের উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শরীফ ওসমান বিন হাদির কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) শহীদ হাদির সম্মানে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।