কালিহাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি; কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ইউএনও মো. খায়রুল ইসলামের; দিনব্যাপী বিজয় মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন ও দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পর্যায়ক্রমে কালিহাতী থানা, এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী পৌরসভা, কালিহাতী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম তৌফিক আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিনাত আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সর্বস্তরের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে শিশুদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাশাপাশি দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। বাদ জোহর সকল উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে বিভিন্ন খেলার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটে।