সরিষাবাড়ীতে মাছ চাষ করা বিলে বিষ প্রয়োগ: ৩ লক্ষ টাকার ক্ষতি
ডোয়াইল ইউনিয়নের রামনন্দনপুর গ্রামে মৎস্য চাষ প্রকল্পে বিষ প্রয়োগ; পাঙ্গাস, সরপুঁটিসহ দেশীয় মাছ নিধন; থানায় অভিযোগের প্রস্তুতি
জামালপুরের সরিষাবাড়ীতে মাছ চাষ করা বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ১৬ জন সদস্য মিলে কামারকুড়া মৎস্য চাষ প্রকল্প সমিতি করে ১০ বিঘা জমিতে মাছ চাষ শুরু করেন। সোমবার সকাল থেকে বিলের পানিতে পাঙ্গাশসহ দেশীয় নানা প্রজাতির মাছ মরা অবস্থায় ভাসতে দেখে সমিতির সদস্যরা।
সমিতির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মজনু ও মমিনুল ইসলাম সাবু বলেন, পাশের পুকুরের মালিক নেট দিয়ে বেড়া দেওয়ার সময় বিষ প্রয়োগ করতে পারে। তারা আব্দুল হাকিমের ছেলে সুরুজ মিয়ার দিকে অভিযোগের তীর ছুড়েছেন এবং এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় অভিযুক্ত সুরুজ মিয়া বলেন, ‘আমি পাশের পুকুরে দিনমজুরের কাজ করতে গিয়েছিলাম এবং বেড়া দিয়েছি। কিন্তু তাদের সমিতির পুকুরে কোনো বিষ প্রয়োগ করিনি। কে বা কারা বিষ দিয়েছে আমি জানি না।’