“মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” শ্লোগানে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর), সকালে পুলিশিং ডে উপলক্ষে কালিহাতী থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কালিহাতী থানা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গোল ঘরে ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আসলাম সিদ্দিকী ভুট্টো, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।