মাদারগঞ্জে দুই মাসে একই বাড়িতে ফের চুরি: দেবর–ভাসুরসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ
স্বামীর মৃত্যুর পর ঘর দখলের উদ্দেশ্যে পরিকল্পিত লুটপাটের দাবি স্কুল শিক্ষিকা রিক্তা বেগমের; ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট
জামালপুরের মাদারগঞ্জে দুই মাসের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানজিনা আফরোজ রিক্তা বেগম (৪৫) তার দেবর ও ভাসুরসহ ছয়জনকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। টানা চুরির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি।
ঘটনা ঘটে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া গ্রামে। রিক্তা বেগম অভিযোগে জানান, গত ৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় তার প্রতিবেশীরা ফোন করে জানান—অজ্ঞাত লোকজন ঘরের তালা ভেঙে লুটপাট করছে। পরে তিনি জানতে পারেন, তার দেবর ও ভাসুররা পূর্বশত্রুতার জেরে তার ঘরে প্রবেশ করে এলইডি টিভি, ফ্রিজ, পানির মোটর, আইপিএস, ঘরে রাখা ধান-চালসহ আলমারি ও আলনার মালামাল নিয়ে গেছে। ভেতরের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এই ঘটনায় তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
রিক্তা বেগম বলেন, স্বামী অসুস্থ থাকার সময় থেকেই দেবর-ভাসুররা নানা বাধা সৃষ্টি করত। স্বামীর মৃত্যুর পর পরিস্থিতি আরও খারাপ হয়। নির্যাতন-হুমকির কারণে নিজের বাড়িতে থাকা তো দূরের কথা, এখনো তাকে বাবার বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যাতায়াত করতে হচ্ছে। তার অভিযোগ—চুরির ঘটনাগুলো পরিকল্পিত; উদ্দেশ্য হচ্ছে বাড়িঘর দখল করে নেওয়া।
দুই মাস আগেও একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল, সে ঘটনায়ও থানায় অভিযোগ রয়েছে। একই বাড়ি বারবার টার্গেট হওয়ায় স্থানীয়ভাবে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”