জাতীয়
ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ
নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল আরোহীদের গুলিতে ঢাকা-৮ আসনের প্রার্থী আহত; মাথায় গুলি লেগেছে বলে সহকর্মীদের দাবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে সহকর্মীরা জানিয়েছেন।
ঘটনার বিবরণ ও আহত অবস্থা:
- গুলিবিদ্ধের স্থান: বিজয়নগর এলাকা (প্রাথমিক তথ্য)।
- আঘাতের স্থান: তার সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন, হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।
- রক্তের প্রয়োজন: সহকর্মীরা ঢামেকের সামনে সাংবাদিকদের কাছে বি নেগেটিভ রক্তের জন্য আবেদন করেছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পূর্বের হুমকির তথ্য:
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন:
“আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।”
পূর্বের হুমকি: হাদি গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে হত্যা, বাড়িতে আগুন ও পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি পাওয়ার কথা ফেসবুকে জানিয়েছিলেন।