খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনা- বন্ধুদের সামনে প্রাণ হারাল কিশোর তাওহীদ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রডের সঙ্গে ধাক্কা; নিহত যুবক কালিহাতীর রামপুর দর্গাবাড়ির তাওহীদ
টাঙ্গাইলের কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। আহত দুই কিশোর একই গ্রামের জিহাদ এবং হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, শীত মৌসুমে ভোরে উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ যায়। রবিবার ভোরেও রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটর সাইকেলে সেখানে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পার হওয়ার সময় তাদের একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকুটিয়া বেইলি ব্রিজের লোহার রেলিংএ সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তাওহীদ মারা যায় এবং সঙ্গী দুইজন গুরুতর আহত হয়।
এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ বলেন, “নয়জন ছেলে তিনটি মোটর সাইকেলে খেজুরের রস খেতে যায়। ফেরার পথে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে।”
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান জানান, “দুর্ঘটনাস্থলেই এক কিশোরের মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।