তথ্য ও প্রযুক্তি
অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের ঘোষণা
এনইআইআর সংস্কার ও সিন্ডিকেট বিলোপের দাবিতে রবিবার (৭ ডিসেম্বর) থেকে সারা দেশে দোকান বন্ধ; বিটিআরসি কার্যালয় ঘেরাও করবেন ব্যবসায়ীরা
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি সারা দেশে সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি রবিবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
কর্মসূচি, দাবি ও নেতার বক্তব্য:
- কর্মসূচি: রবিবার (৭ ডিসেম্বর) থেকে দোকান বন্ধ রাখার পাশাপাশি দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও করা হবে।
- মূল দাবি: এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।
- নেতার নিশ্চিতকরণ: বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীদের অভিযোগ ও এনইআইআর সংক্রান্ত তথ্য:
ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা:
“এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।“
- পূর্বের কর্মসূচি: গত ৩০ নভেম্বর দোকান বন্ধ রেখে রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় মানববন্ধন করেছিলেন ব্যবসায়ীরা।
- এনইআইআর চালু: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা। এর ফলে অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।