মাদারগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ
বালিজুড়ী এসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জামালপুরের মাদারগঞ্জে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির মহিলা নেত্রীবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।