শার্শায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
নিয়োগবিধি বাস্তবায়ন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানে দাবিতে স্বাস্থ্য সহকারীরা আন্দোলনে; সফল টিকাদান কর্মসূচিতে ভূমিকা রাখলেও অবহেলার শিকারের অভিযোগ
নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়নের দাবি, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবিতে সারাদেশের ন্যায় শার্শা উপজেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় তাঁরা এ কর্মসূচি শুরু করেন।
স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণেই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তাঁরা দাবিগুলো জিও (প্রজ্ঞাপন) আকারে প্রকাশ করার জন্য অনুরোধ জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্য সহকারীরা বলেন, তাঁদের কাজের ফলেই বাংলাদেশ বিশ্বে টিকাদানের রোড মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং পোলিওমুক্ত দেশ হিসেবে পরিচিত হয়েছে। তাঁরা ১০টি মারাত্মক রোগের প্রতিষেধক টিকা এবং সর্বশেষ প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড টিকা সফলভাবে প্রদান করেছেন।
তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের কাজের বিনিময়ে স্বাস্থ্য বিভাগ গর্বিত, অথচ আজ আমরাই অবহেলা ও বৈষম্যের শিকার।’
অবস্থান কর্মসূচিতে এফপিআই আবুল খায়ের, আলাউদ্দিন আল আজাদ, এফডব্লিভি মিতা খাতুন, শিরিন সুলতানাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।