কালিহাতী পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহে ওয়াটার প্লান্টের উদ্বোধন
২০০ ঘনমিটার/ঘন্টা ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগারের উদ্বোধন; আয়রন ও ব্যাকটেরিয়া দূষণজনিত সমস্যা নিরসনের আশা
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE) বাস্তবায়িত প্রকল্পের আওতায় কালিহাতী পৌরসভায় নির্মিত ২০০ ঘনমিটার/ঘন্টা ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার ও পাইপড ওয়াটার সাপ্লাই সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নবনির্মিত এই ওয়াটার প্লান্টের উদ্বোধন করেন কালিহাতী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম।
এই ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে উন্নত প্রযুক্তির ফিল্টারেশন ও গুণগতমান পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে পানির নিরাপত্তা নিশ্চিত করা হবে। এতে দীর্ঘদিন ধরে পৌরবাসীকে ভোগানো আয়রন ও ব্যাকটেরিয়া দূষণজনিত সমস্যা কাটবে বলে আশা করা হচ্ছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, “আধুনিক প্রযুক্তির মাধ্যমে পানি শোধনের প্রতিটি ধাপ আমরা কঠোরভাবে মনিটর করবো, যাতে মানুষ নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মাননিশ্চিত পানি পায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, “পৌরবাসীকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। আমরা সেবার মান বজায় রেখে ধাপে ধাপে পুরো পৌরসভার মানুষকে এই নিরাপদ পানির সুবিধার আওতায় আনতে কাজ করব।”