দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানো নোটিশ
মনোনীত প্রার্থীর বিরুদ্ধে মহাসড়ক অবরোধ ও কাফনের কাপড় পরে প্রতিবাদ করায় যশোর জেলা বিএনপি কর্তৃক ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা তলব
যশোর-১ (শার্শা) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র বিরুদ্ধে সভা-সমাবেশ ও অবরোধ কর্মসূচি আয়োজনের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি।
সোমবার (১ ডিসেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, দলীয় নির্দেশনা অমান্য করে গত শনিবার (২৯ নভেম্বর) সভাপতি ও সম্পাদকের অনুসারীরা মহাসড়ক অবরোধসহ কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ প্রদর্শন করেন।
নোটিশে বলা হয়, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় দলের সব কর্মসূচি স্থগিত থাকা অবস্থায় এ ধরনের ‘বিবেকবর্জিত কর্মসূচি’ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এ বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।