মাদারগঞ্জে নার্সদের প্রতিকী শাট-ডাউন কর্মসূচি
নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে এবং ৮ দফা দাবিতে বিক্ষোভ; জরুরি সেবা কার্যক্রম স্বাভাবিক
নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সরা প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নার্সরা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভে অংশ নেন। তাঁরা বলেন, অধিদপ্তর বিলুপ্তির উদ্যোগ নার্সদের অধিকার ক্ষুণ্ন করবে এবং স্বাস্থ্যসেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
তাঁদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে: নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বহাল রাখা, পেশাগত মর্যাদা ও কাঠামোগত সুবিধা নিশ্চিত করা, জনবল সংকট দূর করা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং পদোন্নতি ও বেতন কাঠামো পুনর্বিন্যাস।
নার্সরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন, তবে জরুরি সেবা কর্মসূচির বাইরে রাখা হয়েছে।