জাতীয়
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত
মাত্রা ৫.৫, কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের নিকটবর্তী; রাজধানীতে আতঙ্কিত মানুষ রাস্তায়
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এই আকস্মিক ঝাঁকুনিতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পের প্রাথমিক তথ্য (গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম অনুযায়ী):
- মাত্রা: প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে।
- কেন্দ্রস্থল: ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। অর্থাৎ এর কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
- প্রভাব: ঢাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ায় বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পের উৎপত্তি ও মাত্রা সম্পর্কে জাতীয় সংস্থাগুলোর আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত (সংবাদ তৈরির সময়) কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।