সরিষাবাড়ীতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ
ডোয়াইল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের মাঝে লিফলেট বিতরণ; গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফার বিকল্প নেই বলে দাবি
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ডোয়াইল ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কালীতলা বাজারে চাল নিতে আসা সুবিধাভোগীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন—ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সেলিম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুজা, যুবনেতা আনোয়ার হোসেন আনু ও শফিকুল ইসলাম প্রমুখ।
লিফলেট বিতরণকালে তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।”
তারা আরও বলেন, “স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।”