জাতীয়
তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
রাত সাড়ে ৯টার দিকে আগুনের ঘটনা; রেলওয়ে থানা পুলিশ কর্তৃক দুজন আটক, আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন
রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য ও ক্ষয়ক্ষতির বিবরণ:
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন এই ঘটনা নিশ্চিত করে বলেন:
“তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে।”
আইনি পদক্ষেপ ও এলাকাগত দায়িত্ব:
- মামলা প্রক্রিয়া: রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য থানার সহযোগিতা: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন নিশ্চিত করেছেন যে, “ঘটনাস্থল রেলওয়ে থানার অধীনে হলেও সেখানে থানা পুলিশকে পাঠানো হয়েছে।”
আগুনের ঘটনাটি নাশকতামূলক কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।