টাঙ্গাইল কালিহাতীতে মানহীন চিপস তৈরির অভিযোগে “মম ফুড প্রোডাক্টস”কে অর্থদণ্ড
অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অপরিচ্ছন্ন প্যাকেজিং ও মেয়াদোত্তীর্ণের তারিখের অনিয়মের কারণে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলের কালিহাতীতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মানহীন চিপস তৈরির অভিযোগে “মম ফুড প্রোডাক্টস” নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে উপজেলার পালিমা এলাকার সয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন স্থলে অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন প্যাকেজিং ব্যবস্থা এবং উৎপাদনের পূর্বেই প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য সবার অধিকার। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসন সবসময় তৎপর থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন বা বাজারজাতের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।