মাদারগঞ্জে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩,৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ, ডিএপি ও এমওপি সার প্রদান
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই প্রণোদনা ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর্জা নাদিয়া সুলতানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূর আহমেদ সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩ হাজার ৫০০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি (DAP) ও ১০ কেজি এমওপি (MOP) সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান নিজে বিতরণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে তদারকি করেন।