টাঙ্গাইল কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার
কালিহাতীর চারান উত্তরপাড়া গ্রামে জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারীর লাশ উদ্ধার; এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা
টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে শওকত কামাল খান (৭০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শওকত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে এবং ঢাকার জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, তিনি প্রায় এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে আসেন ঘরবাড়ি সংস্কার ও জমিজমা দেখাশোনার জন্য। বুধবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
নিহতের কাজের লোক ছেন্টু বলেন, “স্যার প্রায় ২০ দিন আগে ঢাকা থেকে এসে ঘর-দোয়ার মেরামতের কাজ করছিলেন। সন্ধ্যায় ফোনে কথা হয়েছিল। এরপর আর কোনো খবর পাইনি। সকালে শুনি, বাড়ির পাশে জঙ্গলে তার লাশ পাওয়া গেছে।”
কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি এই ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করে জানান, তাঁর জানামতে নিহতের সঙ্গে কারও শত্রুতা ছিল না।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। কেন একজন বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হলো, সেটি উদঘাটনে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”