গাইবান্ধা
গোবিন্দগঞ্জে গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে গণপিটুনি; নিহত তিনজনই বগুড়া জেলার শিবগঞ্জ ও দুপচাঁচিয়া এলাকার বাসিন্দা
গত ২ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
আজ, নিহতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), একই জেলার দুপচাঁচিয়া উপজেলার সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১), এবং শিবগঞ্জ উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮)।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।