নওগাঁ
প্রেমের টানে পাকিস্তানি তরুণী নওগাঁয়
রাশিয়ায় পরিচয়, পাকিস্তানে বিয়ে শেষে নওগাঁর আত্রাইয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখছেন ফাইজা আমজাদ
দেশ ভিন্ন হলেও ভালোবাসার টানে জন্মভূমি পাকিস্তান ছেড়ে অবশেষে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন তরুণী ফাইজা আমজাদ। তিনি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামের যুবক রবিউল ইসলামকে বিয়ে করেছেন।
জানা যায়, জীবিকার তাগিদে রবিউল ইসলাম রাশিয়া যান এবং ফাইজা সেখানে পড়াশোনা করতেন। ২০২৩ সালে পরিচয়ের পর তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের সম্মতিতে গত ২২ আগস্ট পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বাংলাদেশে এসে ফাইজা আমজাদ বলেন, “রবিউলকে আমি খুব ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। তার পরিবারের সবাই আমাকে মেয়ের মতো গ্রহণ করেছেন।” তিনি ভবিষ্যতে বাংলাদেশি নাগরিক হয়ে চিকিৎসক হিসেবে কাজ করতে চান।
ভিনদেশি নববধূকে দেখতে এরই মধ্যে আত্রাইয়ের বহলা গ্রামে এলাকাবাসীর ভিড় লেগেই আছে। স্থানীয়রা এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।