গোল্ডেন মেম্বার স্কোরবোর্ডে সেরা জেলা জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হলেন ব্রাহ্মণবাড়িয়ার সালাহউদ্দীন ইয়াকুবী
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের স্বীকৃতি; সাংগঠনিক নিষ্ঠা ও ধারাবাহিক নেতৃত্বের জন্য সর্বোচ্চ ৪১০০ স্কোর অর্জন
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের গোল্ডেন মেম্বার স্কোরবোর্ড (২০২৫) মূল্যায়নে সেরা জেলা জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় অডিটর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা সালাহউদ্দীন ইয়াকুবী। সাংগঠনিক নিষ্ঠা, ত্যাগ ও ধারাবাহিক নেতৃত্বের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে কর্মতৎপরতা, সদস্য সংগ্রহ, দ্বীনি কার্যক্রম এবং সংগঠন সম্প্রসারণে বিশেষ সাফল্য দেখিয়ে তিনি মোট ৪,১০০ স্কোর অর্জন করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও নেই।
মাওলানা সালাহউদ্দীন ইয়াকুবী দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংগঠনের কার্যক্রমকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ইমাম-খতীব-মুয়াজ্জিনদের অধিকার আদায়ে সচেতনতা বৃদ্ধিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
এ স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, “আমার মাধ্যমে যদি একজন মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারি, সেটাকেই আমি পরকালীন সাফল্য মনে করি।” তিনি আশা করেন, এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা যোগাবে।