হোসেনপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
'সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়' প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা; ইউএনও বলেন, "দারিদ্র্য বিমোচনে সমবায়ের গুরুত্ব অপরিসীম"
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এবারে দিবসের প্রতিপাদ্য ছিলো—“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, “দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায়ীদের এই আন্দোলনে ভূমিকা রাখতে হবে।”
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, হোসেনপুর থানা ওসি (তদন্ত) লিমন বোস সহ স্থানীয় সমবায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হোসেনপুরে মোট ১২৭টি সমবায় সমিতির মাধ্যমে প্রায় ১৪,০৪২ জন সদস্য সমবায় কার্যক্রমে যুক্ত রয়েছেন।