ক্যানসারে আক্রান্ত মোত্তাকিন বাঁচতে চেয়ে সাহায্যের আবেদন
হোসেনপুরের অসহায় দিনমজুরের মেধাবী ছেলের লিভারে ক্যানসার; জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি অপারেশন, মানবিক সাহায্যের আকুতি
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই আবেদন নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হোগলাকান্দি গ্রামের দিনমজুর মাসুদ মিয়ার পরিবার সমাজের মানবিক ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন।
মাসুদ মিয়ার ১৬ বছর বয়সী ছেলে মোত্তাকিন মিয়া (নবম শ্রেণির শিক্ষার্থী) মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। তার বাবা একটি পুরোনো ব্যাটারিচালিত অটো চালিয়ে কোনোমতে ৮ সদস্যের সংসার চালান।
দীর্ঘদিন ধরে লিভার জনিত সমস্যায় ভোগার পর ধারদেনা করে চিকিৎসা করিয়ে জানা যায়, ছেলেটির লিভারে টিউমার যা থেকে ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন করাতে না পারলে মোত্তাকিনকে বাঁচানো কঠিন হবে। অপারেশনের জন্য কমপক্ষে ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন।
পরিবারের পক্ষে এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করা অসম্ভব। তাই ছেলের জীবন বাঁচাতে মোত্তাকিনের বাবা হৃদয়বান ব্যক্তিবর্গ ও মানবিক মানুষদের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
যোগাযোগের জন্য নাম্বার:
০১৯৫৫৪৩১৫৬৩