জামালপুর
সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
"সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়" প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা; সমবায় সমিতিগুলোকে পুরস্কার প্রদান
‘‘সাম্য ও সমতায়, দেশ গড়বো সমবায়’’—এই প্রতিবাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুর সরিষাবাড়ীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাবিবুল্যাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোহছেন উদ্দিন।
সভায় সমবায় অফিসের সকল কর্মচারীবৃন্দ এবং উপজেলার সকল সমবায় সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন সমিতিকে তাদের কার্যক্রমের উপর পুরস্কার তুলে দেওয়া হয়।