যশোর
শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—শ্লোগানে শার্শায় র্যালি ও আলোচনা সভা; ইউএনও ড. কাজী নাজিব হাসান প্রধান অতিথি
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস (তথ্য অনুসারে ৫৪তম হবে) পালিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।
পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনের পর একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শার্শা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান।
সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার ওসি আব্দুল আলিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমবায় সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।