মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ এর সভাপতিত্বে সার্বিক আইনশৃঙ্খলা ও সামাজিক অপরাধ দমনে আলোচনা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ যমুনা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। মাদারগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, এবং সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মডেল থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু রায়হান, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
সকল বিভাগের সমন্বয়ের মাধ্যমে উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক অবক্ষয় রোধের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।