অভিযোগ পেয়েও পুলিশ কর্মকর্তার অবৈধ রেস্টুরেন্টের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন
জাল দলিল ও সরকারি অনুমোদন ছাড়াই চলছে ‘মাস্টার ক্যাফে’; জেলা ও পৌর প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় তৌহিদুজ্জামান নামে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জাল দলিল তৈরি করে সরকারি নথিতে নামজারি করিয়ে জায়গা দখল ও অনুমতি ছাড়াই রেস্টুরেন্ট চালুর অভিযোগ উঠেছে। শহরের কুমারশীল মোড় এলাকায় ‘মাস্টার ক্যাফে’ নামে ওই রেস্টুরেন্ট চালু করা হয়েছে।
অভিযোগকারী মো. আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত তৌহিদুজ্জামান কোনো সরকারি অনুমোদন ছাড়াই রেস্টুরেন্টটি পরিচালনা করছেন। তাঁর দাবি, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিসের নিরাপত্তা সনদ কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র—কোনোটিই নেই।
আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও পৌরসভা কর্তৃপক্ষকে জানালেও তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেননি।
প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, অবৈধ স্থাপনা এবং নিরাপত্তাহীন রেস্টুরেন্ট যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সচেতন নাগরিকরা কালক্ষেপণ না করে এই অবৈধ স্থাপনাটি দ্রুত সিলগালা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।