সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারি, আহত ৫
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গাবতলী বাজারে সংঘর্ষ; থানায় লিখিত অভিযোগ দায়ের
জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারে এই ঘটনা ঘটে। এঘটনা এক পক্ষ সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল মতিন এর সাথে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম গংদের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল। তারই জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আব্দুল মতিন, আব্দুল কদ্দুস, দুলাল সরকার, জহুরুল ইসলাম তাজেল ও নুরুল ইসলাম আহত হন। গুরুতর আহত জহুরুল ইসলাম তাজেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল মতিনের অভিযোগ, হামলাকারীরা পূর্ব-পরিকল্পিতভাবে আক্রমণ করে তাঁর কাছে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছেন এবং তিনি আইনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রাশেদুল হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’