নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি রবিউল ইসলাম
পুলিশ জনগণের বন্ধু; দালাল ছাড়া সেবা গ্রহণ ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা
নড়াইলের লোহাগড়া থানায় সর্বস্তরের জনগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লোহাগড়া থানা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, নড়াইল।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি না করার অনুরোধ করেন।
তিনি আরো বলেন, “পুলিশ জনগণের বন্ধু, কোনো প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন।”
এসপি রবিউল ইসলাম মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন এবং এগুলোর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।
তিনি বিশেষ করে আধিপত্য বিস্তার, গ্রাম্য কাইজ্যা, দলীয় গ্রুপিং এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনসহ ধর্মীয় উস্কানিমূলক কাজ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করেন এবং এসব ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
তিনি থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করে নির্ভয়ে সেবা গ্রহণের আহ্বান জানান।