মাদারগঞ্জে রাস্তা ঘেঁষে দেওয়াল নির্মাণ: বাঁধা দেওয়ায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ
কাজল রেখা নামের নারীর বিরুদ্ধে এলাকার মানুষকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, সড়কের জায়গা দখলের চেষ্টা
জামালপুরের মাদারগঞ্জে রাস্তা ঘেঁষে দেওয়াল নির্মাণে বাঁধা দেওয়ায় একই এলাকার কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে কাজল রেখা নামের এক নারীর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিজুড়ী-শ্যামগঞ্জ কালিবাড়ী সড়কের পাশে একটি বাড়ির দেওয়াল নির্মাণ চলছে। অভিযোগ রয়েছে, মৃত রাজা সরকারের স্ত্রী কাজল রেখা রাস্তার প্রায় সংলগ্ন অংশে দেওয়াল নির্মাণ করছেন।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা জানান, রাস্তা থেকে একটু দূরে দেওয়াল নির্মাণ করতে বলা হলেও কাজল রেখা তা অমান্য করে জোরপূর্বক নির্মাণ করেন এবং বাধা দেওয়ায় উল্টো তাঁদের বিরুদ্ধেই চুরিসহ বিভিন্ন অভিযোগে কোর্টে মিথ্যা মামলা করেন, যার তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি।
আরেক বাসিন্দা রইছ উদ্দিন বলেন, “রাজা মিয়ার স্ত্রী কাজল রেখা বহুদিন ধরেই এলাকার সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়াচ্ছে।”
অভিযুক্তের ছেলে প্রান্ত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বলেন, “আমাদের বাউন্ডারির মধ্যে যা ইচ্ছা তাই করব, কেউ কিছু করতে পারবে না।”
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ওই মহিলা নিয়মিতভাবে এলাকার মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থ আদায় করে। তাঁরা প্রশাসনের কাছে ন্যায়বিচার ও হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন।