বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত কোটি টাকা মূল্যের পণ্য জব্দ
ঘোষণাবহির্ভূত ১১ লাখ পিস ব্লেডসহ বিভিন্ন পণ্য আটক; কাস্টমসের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন
দীর্ঘ ২৫ দিন ধরে বেনাপোল স্থলবন্দরে আটক থাকা ভারতীয় তিনটি ট্রাকে অবশেষে ধরা পড়েছে ঘোষণাবহির্ভূত ও মিথ্যা ঘোষনায় আমদানিকৃত কোটি টাকা মূল্যের ১১ লাখ পিস ব্লেডসহ বিভিন্ন পণ্য।
বুধবার (২২ অক্টোবর) বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব রায়হানের নেতৃত্বে একটি তদন্ত দল বন্দরের ৪২ নম্বর শেডে পরীক্ষণ শেষে এসব পণ্য জব্দ করে।
বন্দর সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর আশিকুল ইসলাম অ্যান্ড সন্স নামে এক আমদানিকারক ‘স্টিল আইটেম অ্যান্ড আদার্স’ ঘোষণায় পণ্য আনেন। খালাসের চেষ্টা করছিল সিএন্ডএফ এজেন্ট হুদা ইন্টারন্যাশনাল।
ঘোষণায় উল্লেখিত স্টিল পণ্যের সাথে পাওয়া যায় ১০ লাখ ৮০ হাজার পিস ব্লেড ও অতিরিক্ত অঘোষিত পণ্য। গোয়েন্দা সূত্রে জানা যায়, মূল ডকুমেন্ট পরিবর্তন করে নতুন (জাল ডকুমেন্ট) নথিতে ব্লেডের সংখ্যা কম দেখানো হয়েছিল।
ব্যবসায়ী মতিয়ার রহমান অভিযোগ করেন, এনএসআইয়ের তথ্যে জালিয়াতি ধরা পড়লেও কাস্টমস কর্তৃপক্ষের ২৫ দিনের দীর্ঘ নীরবতা ও বিলম্বে পরীক্ষণ নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। তিনি মনে করেন, এটি কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তার অনিয়মের প্রতিচ্ছবি।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, জব্দ করা অবৈধ চালানটি কাস্টমস বন্দরের হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে এবং অবৈধ পণ্য চালানের পাচার ঠেকাতে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।