গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন
ধর্ষণের প্রতিবাদে ‘আত-তাওয়াক্কুল ফাউন্ডেশন’-এর কর্মসূচি; দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি
গাজীপুরের কালিয়াকৈরে ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে মানবিক সংগঠন “আত-তাওয়াক্কুল ফাউন্ডেশন” মানববন্ধন করেছে।
শনিবার (১৮ অক্টোবর) আছর নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল মোড়ে কালেমা শাহাদাহ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, হিন্দুত্ববাদী সন্ত্রাসী জয় ও তার সহযোগী লোকনাথ কালিয়াকৈরের মৌচাক মহিলা মাদ্রাসার ছাত্রী আশা মনি (১৩)-কে অপহরণ করে ধর্ষণ করেছে।
এতে ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
বক্তারা বলেন, “সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে হলে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ইসলামি সমাজব্যবস্থায় ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, যা মানবতার পরিপন্থী।”
এসময় মাওলানা রেজাউল আলম রিয়াজ, মাওলানা নওশাদ আহমেদ, মাওলানা রাকিব আল আদনানসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।