টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা বাক-শ্রবণ প্রতিবন্ধী তরুণী; বিএনপি নেতা বহিষ্কার
প্রতিবেশী বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, দল থেকে বহিষ্কার অভিযুক্ত পলাতক
টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন বাক্-শ্রবণ প্রতিবন্ধী হিন্দু তরুণী উর্মি মোদক (১৮)। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর শুক্রবার টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে ইসমাইল মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে মেয়েটি লিখে ও ইশারায় ঘটনার বিস্তারিত জানায়।
ভুক্তভোগীর বাবা-মা অভিযুক্ত নরপিশাচ ইসমাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ধর্ষণ মামলা করেছেন। মেয়েটির মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।