বাংলাদেশ খেলাফত মজলিশ সাদেকপুর ইউনিয়নের ব্যতিক্রমী উদ্যোগ: মসজিদ ভিত্তিক মক্তব প্রতিযোগিতা
কুরআনী মক্তব বিলীন বন্ধের আহ্বান, জুলাই সনদের বাস্তবায়নে গণভোটের দাবি
বাংলাদেশ খেলাফত মজলিশ সাদেকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মসজিদ ভিত্তিক মক্তব প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রার্থী মুফতি মুহসিনুল হাসান।
বক্তারা বলেন, বর্তমানে মক্তব বিলীন হওয়ার পথে, যা একটি গভীর ষড়যন্ত্র। শিশুরা ছোটবেলা থেকেই কুরআনের বুনিয়াদি শিক্ষা পেলে তারা বড় হয়ে কখনো নাস্তিক হবে না।
প্রধান অতিথি বলেন, আমরা জুলাই বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন চাই। তিনি গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করার দাবি জানান।
তিনি আরও ঘোষণা দেন, যদি সুযোগ পান তবে ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রতিটি স্কুলে একজন করে আলেম নিয়োগ দেবেন এবং প্রতিটি গ্রামে মক্তব প্রতিষ্ঠা করে শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা করবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ইসহাক আল হুসাইন জানান, প্রায় ২০০ জন ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ১০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। এই আয়োজনের উদ্দেশ্য হলো শিশুদের হৃদয়ে কুরআনের নূর জাগ্রত করা।