মাদারীপুর

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহমানের রুহের মাগফেরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর ) দুপুরে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এ আয়োজিত অনুষ্ঠানে তাঁর সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক অঙ্গনে অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর রাজৈর-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)। তিনি বলেন, আনিসুর রহমান ছিলেন সত্য, ন্যায় ও সাহসিকতার প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়ভিত্তিক সাংবাদিকতা এবং সংস্কৃতির বিকাশে তাঁর ভূমিকা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

এ সময় তিনি প্রয়াত মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা, স্থানীয় সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুম আনিসুর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker