কাশফুলে সেজেছে প্রকৃতি; ব্রহ্মপুত্র নদের পাড়ে দর্শনার্থীদের ছবি তোলার হিড়িক
শরতের নীরব সৌন্দর্য জামালপুরের ফৌজদারী ও বানার এলাকা; এক কিলোমিটারজুড়ে কাশবনের মেলা
কাশফুলের স্নিগ্ধ সাদা রঙ আর দুলে ওঠা কোমল সৌন্দর্য মুগ্ধ করে বাঙালির মন। প্রকৃতির সাথে তাল মিলিয়ে কাশফুলে ছেয়ে গেছে গেছে ব্রহ্মপুত্র নদের পাড়। নদীর জেগে ওঠা ডুবোচরের যেদিকেই চোখ যায়, শুধু সাদা রঙের খেলা।
সাদা ফুলের ছোঁয়ায় আকৃষ্ট হয়ে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিদিনই ছুটে আসছে কাশবনে। দোল খাওয়া কাশফুলের সঙ্গে সেলফিতে নিজেকে ক্যামেরাবন্দি করে রাখছেন অনেকে।
মনোমুগ্ধকর অপরূপ এই দৃশ্য দেখা যায় জামালপুর শহরের ফৌজদারী এলাকা এবং সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বানার এালাকায়। ফৌজদারী এলাকার নদের পাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে কাশবনের মেলা বসেছে।
জনবসতি না থাকায় লম্বা-চিরল সবুজ পাতার বুক থেকে বেরিয়ে আসা কাশফুলগুলো বাতাসে দুলছে। দূর থেকে মনে হবে সাদা চাদর বিছানো। নানা বয়সের মানুষ ব্যাটারী চালিত অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেকার, মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নৌকায় বিভিন্ন এলাকা থেকে এই কাশবনে বেড়াতে ছুটে আসছে।
স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষের দিকে কাশফুল ফুটতে শুরু করে এবং কার্তিক পর্যন্ত থাকে। শেষ বিকালে কাশবনের সৌন্দর্য আরো অনেকগুণ বেড়ে যায়। এ সময়ে এখানে এক ধরনের গ্রামীণ মেলার ছাপ দেখা যায়। ফুচকা, চটপটি, খেলনা ও নানা খাবারের দোকান বসে, ভিড় জমে এসব দোকানেও।