সিসি ক্যামেরা ও নৈশ্য প্রহরী থাকা সত্ত্বেও সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে চুরি
প্রধান ফটকের তালা ভেঙে আলমারি ভাঙচুর দুর্বৃত্তদের; ক্ষয়ক্ষতির হিসাব এখনো অজানা
জামালপুর সরিষাবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ও নৈশ্য প্রহরী থাকার পরেও চুরির ঘটনা ঘটেছে।
গত সোমবার দিবাগত রাতে অফিসের প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিভিন্ন নথিপত্র রাখা ৫টি আলমারী তালা ভাংঙ্গে দুর্বৃত্তরা। সকালে এসে অফিসের কর্মচারীরা এই ভাঙা অবস্থা দেখতে পান। তবে কি-কি চুরি হয়েছে তার হিসেব এখনও জানা যায়নি।
এ ব্যাপারে সরিষাবাড়ী সাব রেজিষ্ট্রার কর্মকর্তা মো. মহসীন উদ্দিন আহমেদ জানান, তালা ভেঙে চোর ভিতরে প্রবেশ করেছে। অফিসে সিসিটিভি লাগানো আছে এবং দায়িত্বরত প্রহরীও আছেন। তিনি আরও বলেন, সিসি টিভির ফুটেজ দেখে বিস্তারিত বলা যাবে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এঘটনায় সাব-রেজিস্টার অফিসের নৈশ্য প্রহরী আব্দুল ওয়াহাব মুঠোফোনে বলেন, ‘আমি প্যারালাইজড রোগী। কাল রাতে ছিলাম না। এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম। কিভাবে চুরি হয়ছে আমি জানি না।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, ‘সাব-রেজিস্টার অফিসে চুরি চেষ্টা করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।