মাদারগঞ্জে শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, অবঃ শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা
"শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি" প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষকদের সম্মাননা
“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে র্যালী, অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় র্যালী শেষে দুপুরে উপজেলা পরিষদ খড়কা হলরুমে অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন।
আলোচনা সভার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), যার কারিগরী সহযোগীতায় ছিল সেভ দ্য চিলড্রেন-এর ইসিই প্রকল্প। পৃষ্ঠপোষকতায় ছিল মাদারগঞ্জ উপজেলা প্রশাসন।
এ সময় মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।