ইসরাইলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ
গাজাগামী ত্রাণবাহী জাহাজে হামলার নিন্দা জানিয়ে সাধারণ ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশ
গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলের হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের নওজোয়ান মাঠের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এই বিক্ষোভ হয়।
বক্তারা বলেন, অবরুদ্ধ গাজার মানুষের জন্য বিশ্ব মানবাধিকারকর্মীদের পাঠানো ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ বহরে ইসরাইল ‘জলদস্যুর’ মতো হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করেছে।
তাঁরা জানান, বৃহস্পতিবার রাতে ইসরাইলের ‘শায়েতেত ১৩’ নামে একটি বিশেষ নৌ কমান্ডো ইউনিট গোপনে হামলা চালিয়ে বহরের অধিকাংশ জাহাজ দখলে নেয় এবং শত শত যাত্রীকে আটক করে। এই বহরে ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন, যারা শান্তিপূর্ণভাবে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন।
বক্তারা আরও বলেন, ইসরাইল গাজায় যেমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তেমনি সাহায্য পাঠানোও বন্ধ করে দিচ্ছে- এটি মানবতার বিরুদ্ধে বড় ধরনের অপরাধ।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের এই হামলার তীব্র নিন্দা জানান এবং জাতিসংঘের প্রতি আহ্বান জানান– ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কঠোর ব্যবস্থা নিতে হবে। বক্তারা বলেন, গাজার মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।