স্মৃতির ভাঁজে প্রফেসর ডা. এল. হারুন
জামালপুরের কৃতি সন্তান প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুর জেলার মাদারগঞ্জের কৃতি সন্তান, প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এল. হারুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল তাঁর গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামে কবর জিয়ারত, দোয়া মাহফিল, বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও গ্রামের দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ। প্রয়াত এই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সুরাইয়া হারুন, জ্যেষ্ঠ পুত্র মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাপুর ইখতিয়ার, কনিষ্ঠ পুত্র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাদলি তৌসিফ আমিন, একমাত্র কন্যা মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ ডা. নিশাত নায়লা অর্পা এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
গুণী এই চিকিৎসক ১৯৭৬ সালে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে সহকারী রেজিস্ট্রার, রেজিস্ট্রার, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কনসালটেন্ট অফ মেডিসিন হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখেন। রোগীদের আস্থা ও ভরসার নাম ছিলেন তিনি।
তিনি ২০২৩ সালের ৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু দিবসে তার পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন।